অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


লালমোহনে স্কুলের গাড়ির ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই জানুয়ারী ২০২০ রাত ০৩:১৩

remove_red_eye

৮৪০

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে কিন্ডার গার্টেনের গাড়ির ধাক্কায় জান্নাতুল মাওয়া (৭) নামের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের আনিছল মিয়ার হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাত্রী মাওয়া ওই ইউনিয়নের কিশোরগঞ্জ এলাকার মুসলিম মৌলভী বাড়ির সফিউল্যাহ নিরবের মেয়ে ও স্থানীয় মুসলিমিয়া দাখিল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী । প্রত্যক্ষদর্শীরা জানান, লালমোহন লাঙ্গলখালী এলাকার মোতাছিম বিল্লাহ কিন্ডার গার্ডেনের গাড়ি তাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নামিয়ে দিয়ে ফিরছিলো। এসময় শিশু মাওয়া তার বিদ্যালয় ছুটি শেষে বাড়ি যাওয়া সময়ে পথিমধ্যে হঠাৎ ওই গাড়িটি এসে ধাক্কা দেয়। লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের সাথে কথা বললে তারা কোনো অভিযোগ করেনি। যার কারণে স্থানীয়দের সিধান্ত অনুযায়ী লাশ দাফন করা হয়।