অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে ঐতিহাসিক ৭ মার্চ পালিত


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৮ই মার্চ ২০২৩ রাত ০৯:৫২

remove_red_eye

২৬৩

দৌলতখান প্রতিনিধি: ভোলার দৌলতখানে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত হয়েছে।
স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে মঙ্গলবার  সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্স থেকে রোড শো করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোঃ সাইদুজ্জামান। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোঃ সাইদুজ্জামান, পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার, দৌলতখান সরকারি আবু আবদুল্লা কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ.ম ফারুক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাফিজল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলাউদ্দিন রতন।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাখাওয়াত হোসেন সোহাগ ও শিক্ষক নেতা শফিউর রহমান ডাবলু।