অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে ১৩ জেলে আটক , ৭ জনের জরিমানা


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:৪২

remove_red_eye

২৯৪

তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে অভয়াশ্রমে  মাছ ধরায়
মৎস্য বিভাগ অভিযান চালিয়ে ৩০হাজার মিটার কারেন্ট জাল, নয়টি নৌকা এবং ১৩জেলেকে আটক করে। এদের মধ্যে ৭ জনকে জরিমানা করা হয়েছে।

উপজেলা মৎস্য অফিস সুত্রে জানা গেছে,  তজুমদ্দিন  উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেনের নেতৃত্বে  পুলিশের একটি টিম মঙ্গলবার দুপুর থেকে বুধবার ভোর রাত পর্যন্ত ২দিন মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেঘনা নদীর অভয়াশ্রমে  মাছ শিকার করার ১৩ জেলেকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৯টি নৌকা ও প্রাঢ ৩০ হাজার মিটার জাল জব্ধ করে। পরে আটককৃত জেলেদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭জনকে ২৩ হাজার টাকা আর্থিক জরিমানা এবং অপ্রাপ্ত হওয়াই অন্য ৬জন জেলেকে তাদের অভিবাবকের কাছে মুছলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। এছাড়া জাল গুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করেন এবং নৌকা গুলো জব্দ তালিকা রাখা হয়েছে।