অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় নানান আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ পালন


হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ৮ই মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:৩১

remove_red_eye

২৩৭

হাসনাইন আহমেদ মুন্না : ভোলা জেলায় নানান কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় জেলা প্রশাসনের উদ্যেগে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা: কে এম শফিকুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক বিবেক সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামীন, জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলীল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডর মো: সফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ, ভোলা প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান।
বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ মার্চ বাঙালির জাতীয় জীবনে এক চির স্বরনীয় দিন। ১৯৭১ সালের এই দিনে ঢাকার রেসকোর্স ময়দানে জনসমুদ্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ আমাদের জাতীয় জীবনে অবিস্বরণীয় মুহুর্ত। ইউনেস্কোর ‘মেমরি অব দ্য ওয়াল্ড ইন্টারন্যাশনাল’ রেজিস্টারে অন্তর্ভুক্ত ৭ মার্চের সেই ঐতিহাসিক ভাষণ বাংলাদেশের আপামর জনগণকে মুক্তির স্বপ্নে উজ্জীবিত করেছিল। যার তাৎপর্য ও গুরুত্ব অপরিসীম।
পরে দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে সকাল সাড়ে ৮ টায় জেলা প্রশাসক কার্যালয় চত্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সরকারি দপ্তর ও সামাজিক, রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয় ।
এছাড়া সকল মসজিদ, মন্দির ও অনান্য ধর্মীয় উপাসনালয়ে সুবিধাজনক সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধের সকল শহিদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন রয়েছে। একইসাথে জেলার সকল সরকারি/আধা-সরকারি/বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ঐতিহাসিক ৭মার্চ যথাযোগ্য মর্জাদায় পালন করা হচ্ছে।





আরও...