অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় আন্ত:জেলা পুরুষ ও মহিলা ব্যাডমিন্টন প্রতিযোগীতার উদ্বোধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই জানুয়ারী ২০২০ ভোর ০৪:০৮

remove_red_eye

৭৮১



রাশেদ হোসেন রুবেল : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ভোলায় আন্ত:জেলা পুরুষ ও মহিলা ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২০ এর শুরু হয়েছে।  ভোলা সদর উপজেলা পরিষদের আয়োজনে ভোলা বাংলা স্কুল মাঠে বুধবার সন্ধ্যায় আন্ত: জেলা পুরুষ ও মহিলা ব্যাডমিন্টন  প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুল মমিন টুলু। ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, ভোলা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হামিদুল হক বাহালুল মোল্লা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলাদার, ভাইস চেয়ারম্যান আলহাজ্জ মোঃ ইউনুছ, জেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ সাফিয়া খাতুন, বাংলাদেশ বেডমিন্টন ফেডারেশনের সহ-সভাপতি আলমগীর হোসেন, ভোলা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ইয়ারুল আলম লিটন, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আজ আমরা জাতীর জনকের জন্মশতবার্ষিকীতে অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ উন্নয়নের স্বর্ণ শিখড়ে পৌছতে শুরু করেছে। তেমনি সারা বিশ্বে সকল খেলায়ও বাংলাদেশ পরিচিতি লাভ করবে। এক সময় ভোলা বরিশালের সেরা ব্যাডমিন্টন খেলোয়ার ছিলো। তাই সেই খেলাকে জাগ্রত করার জন্য, যুব সমাজকে মাদকসহ সকল অপকর্ম থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য এ ব্যাডমিন্টনের আয়োজন করা হয়েছে সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে। সারা বছরই মুজিব বর্ষকে সাফল্য মন্ডিত করার জন্য ভোলার প্রতিটি গ্রাম ও ইউনিয়নে এরকম খেলাধুলার আয়োজন করা হবে বলে আশাবাদ করেন বক্তারা।  এই খেলায় ভোলা, পাবনা,খুলনা, ঢাকা,সিলেট,বরগুনা,ফেনী জেলার পৃথক পৃথক পুরুষ ৮টি দল ও মহিলা ৪টি দল অংশ গ্রহন করবে। জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আগামী ১৮ ই জানুয়ারী  ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।