অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চরফ্যাসনে লবণের মূল্য বেশি রাখায় ৩ ব্যবসায়ীর জরিমানা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে নভেম্বর ২০১৯ রাত ০৮:২৬

remove_red_eye

৮১১

চরফ্যাশন প্রতিনিধি ।। চরফ্যাসন উপজেলার পৌরশহরের জ্যাকব এভিনিউ ও চকরোডে লবণের মূল্য বেশি রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল ৫টায় চরফ্যাসন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এসময় অতিরিক্ত মূল্যে লবন বিক্রির দায়ে ভোক্তা সংরক্ষণ আইন ২০১৯এর ৪০ধারায় চরফ্যাসন বাজারের ব্যবসায়ী বাবুল (২৭) ৫হাজার, মো. সেলিম (২৯) ৩হাজার ও আলমগীর হোসেন(৪২) কে ৩হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে নির্ধারিত মূল্যের বেশী দামে লবন বিক্রি করলে প্রশাসনকে জানানোর আহ্বান জানিয়ে মাইকিং করা হয়েছে।
জানাগেছে, মঙ্গলবার সকাল থেকে হঠাৎ করে সব বাজারে লবনের কেজি ১শ টাকায় উঠে যায়। পিয়াজের মতো লবনের দাম আরো বৃদ্ধির আশংকায় ক্রেতারা বাজারে হুমডি় খেয়ে পরে। মুহূর্তের মধ্যে বাজারে লবন সংকট দেখা দেয়। বিকেল ৫টায় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপির নেতৃত্বে প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ বাজার তদারকীতে মাঠে নামেন। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন বলেন, যারা গুজব ছড়িয়ে বাজার ও সমাজকে অস্থিতিশীল করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।