অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভোলার ক্লোজার বাজার থেকে ইয়াবাসহ দুই জন গ্রেপ্তার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই জানুয়ারী ২০২০ রাত ০৩:২৯

remove_red_eye

৫৮১


বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে অবস্থিত ক্লোজার বাজার থেকে পাঁচ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত দুই মাদক ব্যবসায়ী হলেন, রাজাপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের মোঃ হারুন ফকিরের ছেলে মোঃ রনি ফকির (২৮) ও মেহেন্দিগঞ্জের আলিমাবাদ ইউনিয়নের নজির বাঘার ছেলে মোঃ ইউছুফ বাঘা (২৫)।

ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রতন কুমার শীল জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে ক্লোজার বাজার থেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুতি চলছে।