অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২০ উপলক্ষে ভোলায় বর্ণাঢ্য শোভাযাত্রা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই জানুয়ারী ২০২০ রাত ০২:৫০

remove_red_eye

৮১০

আনোয়ার পারভেজ : বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২০ উপলক্ষে ভোলা জেলা ফুটবল এসোসিয়েশন এবং জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। মঙ্গলবার বিকালে ভোলা গজনবী ষ্টেডিয়াম থেকে এই শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি হামিদুল হক বাহালুল, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি নজরুল ইসলাম গোলদার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, সহ-সাধারন সম্পাদক মুনতাসির আলম রবিন চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য কাজী বাবু, রাজিব হোসেন তরুন,সুমন খান,আরিফ হোসেন লিটন,শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ সহ প্রায় তিন শতাধিক ক্রীড়াবিদ। আগামী ১৭ জানুয়ারী একযোগে সারাদেশে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট শুরু হবে। ওই চ্যাম্পিয়নশিপ খেলা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে।