অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় হতদরিদ্রের মাঝে রেশন কার্ড বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই মার্চ ২০২৩ রাত ১০:৫০

remove_red_eye

২১২

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় ১৮৪জন হতদরিদ্্েরর মাঝে রেশন কার্ড বিতরণ করা হয়েছে। এ রেশন কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার ১৫ টাকা করে মাসে ৩০ কেজি চাল নির্ধরিত পরিবেশকের কাছ ক্রয় করতে পারবে। রবিবার (৫ মার্চ) বেলা ১১ টার দিকে উপজেলার বাপ্তা ইউনিয়ন পরিষদ হল রুমে ওই ইউনিয়নের ১৮৪ জন হতদরিদ্রের হাতে এ কার্ড তুলে দেয়া হয়।

কার্ড বিতরণ অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. আব্দুল মালেক তালুকদারের উপস্থিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা নিজ হাতে অসহায় দরিদ্রদের মাঝে এ কার্ড বিতরণ করেন।

রেশন কার্ড হাতে পেয়ে ৫২ বছর বয়সী দিন মজুর শাহে আলম ফজলু জানান, তাঁর বাড়ি ইউনিয়নের উত্তর বাপ্তা গ্রামে। তিনি দিন মজুরী হিসেবে অন্যের জমিতে কাজ করে যা পান তা দিয়ে কোনো মতে সংসার চালান। ১৫ টাকা করে মাসে ৩০ কেজি চালের এ কার্ড পাওয়ায় অনেক উপকার হবে। তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।
কার্ড পাওয়া ষাটোর্ধ বৃদ্ধা রওশনআরা বেগম জানান, এর আগে তিনি সরকারি কোনো সহায়তা পাননি। তাই রেশন কার্ডটি হাতে পেয়ে তিনি অনেক আনন্দিত।
মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের ক্ষমতা চলমান থাকলে আশা করা যায় অদূর ভবিষ্যতে বাংলাদেশে অসহায় দরিদ্র সীমার নিচে বসবাসকারী প্রতিটি পরিবার সরকারের এ সকল ভাতার আওতায় চলে আসবে।
কার্ড বিতরণ কালে ইউনিয়ন পরিষদের সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





আরও...