অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৫ই মার্চ ২০২৩ রাত ১০:৪৭

remove_red_eye

২৮২

বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটে বার্ষিক  ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল  থেকে দুপুর পর্যন্ত ইন্সটিটিউট ক্যাম্পাসে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি বিভাগের অতিরিক্ত সচিব মো. মহসিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ  মীর মঞ্জুর মোর্শেদ। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন,শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি বিভাগের অতিরিক্ত সচিব মো. মহসিন। আরও বক্তৃতা করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ,ওসি মনির হোসেন মিয়া, ভোলা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ,পক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন সর্দার, সমাজসেবক নুরুল আমিন মিয়া,পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি মো. ইসমাইল, সাধারণ সম্পাদক নাইম শিকদার প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,এয়ার কন্ডিশন এন্ড রেফ্রিজারেশন টেকনোলজির বিভাগীয় প্রধান মুজিব আলম মিঠু।