অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় ২৯ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক আউশের প্রণোদনা পাচ্ছে


হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ৩রা মার্চ ২০২৩ রাত ০৮:২৪

remove_red_eye

২১৩

হাসনাইন আহমেদ মুন্না : জেলার ৭ উপজেলায় চলতি আউশ মৌসুমে ২৯ হাজার প্রান্তিক কৃষকের মাঝে সরকারি প্রণোদনা দেওয়া হবে। প্রত্যেক কৃষককে এক বিঘা জমির অনুক’লে ৫ কেজি উন্নত মানের আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হবে। দেশে আউশের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করতেই সরকারের এই উদ্যেগ।
কৃষি অফিস জানায়, জেলায় আউশ ধান আবাদে সহায়তাপ্রাপ্ত মোট কৃষকের মধ্যে সদর উপজেলায় ৬ হাজার জন, দৌলতখানে সারে ৪ হাজার, বোরহানউদ্দিনে ৩ হাজার ২’শ, লালমোহনে ৩ হাজার, তজুমদ্দিনে এক হাজার ৫’শ, চরফ্যাশনে ১০ হাজার ও মনপুরা উপজেলায় ৮’শ জন কৃষক রয়েছেন। সরকারি প্রণোদনার এমন খবরে খুশি কৃষকরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক হাসান ওয়ারেসুল কবীর বাসস’কে জানান, প্রতিবছরই সরকার আউশসহ অনান্য সফলের প্রণোদনা দিয়ে আসছে। আর আউশ একটি স্বল্প মেয়াদের ধান হওয়ায় সরকার এটা আবাদে কৃষকদের উৎসাহিত করছে। ইতোমধ্যে জেলার ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের জন্য বরাদ্দকৃত বীজ ও সার প্রত্যেক উপজেলায় পৌঁছে দেওয়া হয়েছে।
তিনি আরো জানান, চলতি মাসের মধ্যেই এসব প্রণোদনা বিতরণ সম্পন্ন হবে। আগামী মাসের শেষের দিকে জেলায় আউশের আবাদ শুরু করা হবে। এবছর জেলায় মোট ৬৯ হাজার এক’শ হেক্টর জমিতে আউশ ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে হাইব্রীড জাত এক’শ হেক্টর, উফশী ৬৫ হাজার ৫’শ ও স্থানীয় জাত ৩ হাজার ৫’শ হেক্টর রয়েছে।







আরও...