অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় আলু ক্ষে‌তে পা‌নি দি‌তে গি‌য়ে বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে কৃষ‌কের মৃত‌্যু


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা মার্চ ২০২৩ রাত ০৯:৪৩

remove_red_eye

২৬১

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় ‌নি‌জের জ‌মির আলু ক্ষে‌তে মটর দি‌য়ে পা‌নি দি‌তে গি‌য়ে বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে মো: ইউসুফ খ‌লিফা (৪০) না‌মে এক কৃষ‌কের মৃত‌্যু হ‌য়ে‌ছে। নিহত ইউসুফ ভোলার চরফ‌্যাশন উপ‌জেলার চর মাদ্রাজ ইউ‌নিয়‌নের ৯ নম্বর ওয়া‌র্ডের মিয়াজানপুর গ্রা‌মের ‌মোজাফল খ‌লিয়ার ছে‌লে।

আজ বৃহস্প‌তিার (২ মার্চ ) ওই গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে।

চর মাদ্রাজ ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান মো: মোজা‌ম্মেল হক ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে জানান, র্দীঘ দিন ধ‌রে ইউসুফ খ‌লিফা চর মাদ্রাজ ইউ‌নিয়‌নের মিয়াজানপু‌রে কৃ‌ষি কাজ ক‌রে আস‌ছি‌লেন। আজ সকাল সা‌ড়ে ১০ টার দি‌কে ইউসুফ তার আলু ক্ষে‌তে মটর দি‌য়ে পা‌নি দি‌চ্ছি‌লেন। ওই সময় হঠাৎ বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে গুরুতর আহত তি‌নি। প‌রে স্থানীয় কৃষক ও তার প‌রিবা‌রের সদস‌্যরা তা‌কে উদ্ধার ক‌রে চরফ‌্যাশন উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি কর‌লে সেখা‌নে দুপু‌রের দি‌কে চি‌কিৎসা‌ধিন অবস্থায় মৃত‌্যু হয় তার।

চরফ‌্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি ) মো: মুরাদ হো‌সেন ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রেন।





আরও...