অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


যুব গেমস শুটিং: এয়ার রাইফেলের দুই স্বর্ণই ঢাকার


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা মার্চ ২০২৩ সন্ধ্যা ০৬:৪২

remove_red_eye

২৩২

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের শুটিংয়ে তরুণদের ১০ মিটার এয়ার রাইফেলে ৩০৩.৯ পয়েন্ট স্কোরে স্বর্ণ জয় করেছেন ঢাকার জিদান হোসেন। ২৯৪.৮ পয়েন্টে সিলেটে সাদমান আজমাইন রাফিদ রৌপ্য এবং ২৯২.৪ স্কোরে ব্রোঞ্জ জয় করেন ঢাকার হৃদয় আহমেদ।
তরুণীদের ইভেন্টে ৩১০.৯ স্কোরে ঢাকার জাফিরাহ খানম চৌধুরী স্বর্ণ, ৩০৪ স্কোরে একই বিভাগের ফাতেমা আক্তার মিনা রৌপ্য ও ২৯৯ স্কোরে চট্টগ্রামের মাহদিয়া মাহনুর ব্রোঞ্জপদক জিতে নেন।

সুত্র বাসস