অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলা জেলার ২টি অভয়আশ্রমে দুই মাসের নিষেধাজ্ঞার প্রথম দিন জেলে শূন্য নদী


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা মার্চ ২০২৩ রাত ১০:৩১

remove_red_eye

২০৩



 
কোস্টগার্ড নৌ পুলিশসহ  মৎস্য বিভাগের অভিযান



বাংলার কণ্ঠ প্রতিবেদক : ইলিশসহ  অন্যান্য মাছ উৎপাদন বৃদ্ধির লক্ষে ভোলার ২টি অভয়আশ্রমে দুই মাসের নিষেধাজ্ঞার প্রথম দিন ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে কোস্টগার্ড , নৌ পুলিশ ও মৎস্য বিভাগ বুধবার সকাল থেকে অভিযান চালিয়েছে। কোস্টগার্ডের একটি টিম সকালে ভোলার ইলিশা,তুলাতুলি মেঘনা নদীতে স্পিডবোট যোগে নদীতে টহল দেয়ার পাশাপাশি মাছধরা থেকে ২ মাস বিরত থাকতে মাইকিং করে প্রচারনা চালিয়েছে।  কিন্তু প্রশাসনের কঠোর অভিযানের ফলে প্রথম দিন মেঘনা ও তেঁতুলিয়া নদী ছিলো জেলে শূন্য। তাই দুপুর পর্যন্ত কোন জেলেকে আটকের কোন খবর পাওয়া যায়নি।  

ভোলা কোস্টগার্ড দক্ষিন জোনের  স্টাফ অফিসার (অপারেশন্স) লেফটেন্যান্ট এম হাসান মেহেদী ভোলার মেঘনা নদীতে অভিযান চালানো কালে বলেন, মেঘনা ও তেঁতুলিয়া নদীর অভয়আশ্রমে নিষেধাজ্ঞা চলাকালিন সময়ে যাতে কোন জেলে মাছ ধরতে না পারে তার জন্য  দিনে এবং রাতে তাদের অভিযান চলবে। এই দুই মাস মৎস্য সম্পদ রক্ষা হলে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে।

উল্লেখ্য, ১ মার্চ থেকে ২ মাস ভোলার ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চর রুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর ১০০ কিলোমিটার ও ইলিশা থেকে মনপুরা উপজেলার চর পিয়াল পর্যন্ত মেঘনা নদীর ৯০ কিলোমিটার এলাকায় পহেলা মার্চ থেকে ৩০ এপ্রিল দুই মাস সরকার সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষনা করেছে মৎস বিভাগ ।  





আরও...