অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় হোটেলে ভারতীয় নাগরিকের মৃত্যর ঘটনায় অপমৃত্যু মামলা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা মার্চ ২০২৩ রাত ১০:২৮

remove_red_eye

২২৭




বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় শহরের জাহান আবাসিক হোটেলে মনোজ ভাট (৩৫) নামে ভারতীয় এক নাগরিকের মৃত্যর ঘটনা ভোলা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।  মামলা নং-৮ । ময়নাতদন্ত শেষে বুধবার দুপুরে পরে ভারতীয় নাগরিকের মরদেহ তার এক সঙ্গী এক আত্নীয় কিসানের কাছে হস্তান্তর করা হয়। এদিকে  ভোলা থানায় জিজ্ঞাসাবাদ শেষে মৃত ভারতীয় নাগরিকের ৫ সঙ্গীকে পুলিশ ছেড়ে দিয়েছে বলে গনমাধ্যমকে নিশ্চিত করেছেন ভোলা মডেল থানার ওসি শাহীন ফকির।

 উল্লেখ্য, মঙ্গলবার বেলা ১২ টার দিকে পুলিশ মনোজ ভাট (৩৫) নামে ভারতীয় এক নাগরিকের মরদেহ উদ্ধার করে। গত ১৬ ও ১৭ ফেব্রæয়ারী ভারতের রাজস্থানের পলি জেলার মোজত রোডের বাসিন্দা মনোজ ভাট, রায় কিশান, ভুশন রাম,জয়পাল, নরেশ কুমার ও বাথ রাডি কুমারসহ ৬ জন ভোলা সদর উপজেলার জাহান হোটেলের ২টি কক্ষ ভাড়া নেয়। হোটেলের ২০৬ নং কক্ষে সোমবার রাতে মনোজ ভাটসহ জয়  ও ভ‚শন ঘুমিয়ে ছিলো। সকালে ওই কক্ষে মনোজ ভাটের মৃতদেহ পাওয়া যায়। নির্ভরযোগ্য একটি সূত্র জানান, তারা ভোলার বিভিন্ন  স্কুলে গিয়ে বাচ্চাদের ফেনসি আর্ট শিখাতো এবং ৩০ টাকা করে বই বিক্রি করতো।  ভোলা আবদুল মান্নান মিয়া মাধ্যমিক বিদ্যালয়র সহকারী শিক্ষক এম ছিদ্দিকুল্লাহ জানান, সোমবার ভারতীয়  কিসান নামে এক ব্যাক্তি ওই স্কুলে গিয়ে শিক্ষার্থীদের কাগজ দিয়ে কিভাবে ফুল বানানো হয় তা দেখান। সে নিজেকে ভারতের গুজরাট কলেজের আর্ট এবং সংস্কৃতির শিক্ষক পরিচয় দেন।





আরও...