অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় ইলিশ সম্পদ উন্নয়নে সভা


হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ২৭শে ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৮:৪৩

remove_red_eye

৩৪৪

হাসনাইন আহমেদ মুন্না: জেলায় আজ ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী। জেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে সভায় ইলিশ সম্পদ উন্নয়নে বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক তামীম আল ইয়ামীন, অতিরিক্ত পুলিশ সুপার মো: আসাদুজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম, কোষ্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার ল্যাফ: হাসান মেহেদি, ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, জেলা কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি নুরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
এছাড়া সভায় বিভিন্ন মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ, আড়ৎদার, বরফকল মালিক, এনজিও কর্মী ও জেলেরা উপস্থিথ ছিলেন।
সভায় জানানো হয়, আগামী এক মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১’শ ৯০ কিলোমিটার এলাকায় দুটি অভায়শ্রমে ইলিশসহ সব ধরনের মৎস্য শিকার নিষিদ্ধ থাকবে। কার্যক্রম সফল করতে অভায়শ্রম এলাকায় দিনে ও রাতে অভিযান পরিচালনা করা হবে। সমস্ত মাছ ধরার নৌকা ঘাটে আটক করে পাহারার ব্যবস্থা রাখা হবে। যাতে নদীতে নামতে না পারে। একইসাথে বরফ বিক্রির ক্ষেত্রে বিক্রেতাদের রেজিস্ট্রার ব্যবহার করতে হবে। শুধুমাত্র সাগরগামী মাছ ধরার ক্ষেত্রে বরফ বিক্রি করা হবে।
পরে একইস্থানে এক মার্চ থেকে শুরু হওয়া মেঘনা ও তেঁতুলিয়া নদীর অভায়শ্রম মৌসুম বাস্তবায়নে এক জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী প্রধান অতিথি’র বক্তব্য প্রদান করেন। সভায় জাটকা ইলিশ ও অনান্য মাছ রক্ষায় অভায়শ্রমে সব ধরনের মৎস্য শিকারে সরকারি নিষেধাজ্ঞার গুরুত্ব তুলে তুলে ধরা হয়।





আরও...