অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভোলায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ২ জলদস্যু গ্রেফতার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই জানুয়ারী ২০২০ রাত ১২:১৭

remove_red_eye

৫০১



বাংলার কণ্ঠ প্রতিবেদক  : ভোলার মেঘনার বঙ্গেরচর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ২ জলদস্যুকে আটক করা হয়েছে। শনিবার ভোর রাতে কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের রামদাসপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে বাহাদুর(৩৮) ও একই এলাকার আব্দুল কাদের এর ছেলে কামাল হোসেন (৩২)।
কোস্ট গার্ডের দক্ষিণ জোন এর অপারেশন অফিসার লেফট্যানেন্ট ওয়াসিম আকিল জাকি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে বঙ্গের চর এলাকায় জলদস্যু ২টি বাহিনীর মধ্যে গোলাগোলির খবর পেয়ে অভিযান চালায়। এসময় ওই স্থান থেকে দুই জলদস্যুকে ৯টি বগি দাসহ আটক করা হয়। তবে অন্যরা পালিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি ও অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করে ভোলা থানায় হস্তান্তর করা হয়েছে।