অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ব্রুনাইতে বাংলাদেশী ব্যবসায়ী ভোলার এক বাসিন্দাকে কুপিয়ে হত্যা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৯:৪৮

remove_red_eye

৩৪৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ব্রুনাইতে  মো. কামরুল ইসলাম (৫২) নামের এক বাংলাদেশী ব্যবসায়ীকে কুপিয়ে হত্য করেছে দুর্বৃত্তরা। নিহত কামরুল হাসান ভোলা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মাছুমা খানম স্কুল সড়কের বাসিন্দা। গত শনিবার  দুপুরের পর ব্রুনাইতে  তাঁর নিজের রুমে তাকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। পরে বিকেলে ব্রুনাই  থেকে তাঁর ভগ্নিপতি মো. নুরুল হক সবুজ ফোন করে বাংলাদেশে খবর দেয়। তার মরদেহ এখন ব্রুনাই হিমাগারে রয়েছে। নুরুল হক সবুজের ভগ্নিপতি তার বোন সুরাইয়া আক্তার আলো জানান, কামরুল হাসান শনিবার সকাল ১০টার দিকে বাংলাদেশে তাঁর স্ত্রীর সাথে মুঠোফোনে কথা বলেছে। পরে বিকাল চারটার দিকে খবর আসে কামরুল কে বা কাহারা কুপিয়ে হত্যা করেছে।
তিনি আরো জানান, তার ভাই কামরুল দীর্ঘ ১৮ বছর ধরে ব্রæনাইতে আছেন। সেখানে বিভিন্ন ধরণের ব্যবসা করেন। তিনি ব্রুনাই সরকারের কাছ কাছ থেকে জমি লিজ নিয়ে সেখানে বাড়ি তৈরী বরে ভাড়া দিতেন। সেই বাসায় তাঁর অধীনে কাজ করা বাঙলীরা থাকতেন।
শনিবার দুপুরের দিকে তাঁর ব্যক্তিগত গাড়ীচালকসহ এক সাথে দুপুরের খাবার খেয়েছেন। পরে গাড়ির চালক তাকে বাসায় নামিয়ে দিয়ে ওই গাড়ী নিয়ে বাহিরে কাজে চলে যায়। গাড়ির চালক দুই ঘন্টা পর ফিরে এসে তাকে ফোন দিলে সে ফোন রিসিভ না করায় সে বাসায় চলে যায়। বাসায় গিয়ে দেখেন কামরুলের রুমের লাইট বন্ধ। পরে লাইট জ্বালিয়ে দেখে কামরুলের রক্তাক্ত মরদেহ মাটিতে পড়ে আছে। এ অবস্থায় গাড়ির চালক আশপাশের লোকজনকে ডাকলে তাঁরা এসে বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ এসে কামরুলের মরদেহ নিয়ে। তাঁর মরদেহ এখনো পুলিশ হেফাজতে রয়েছে। সোমবার ময়না তদন্ত করা হবে বলে জানিয়েছেন নিহত কামরুল ইসলামের ভাগিনা মো. মহিউদ্দিন মাসুদ।


কামরুল ইসলামের পরিবার জানায়, ব্রুনাইতে  কামরুলের সাথে কারো কোনো ঝগড়া বিবাদ ছিলো না। কামরুলকে বিগত ১৮ বছর আগে তাঁর চাচা মিলন ব্রনাই তে নিয়েছিল। তাঁর চাচার সাথেই ব্যবসা করতো কামরুল। সেই সুবাদে চাচার কাছ থেকে কামরুল ৩০ লাখ টাকার মতো পাওনা হয়েছে। এ নিয়ে চাচার সাথে কয়েকবার মনমালিন্য হয়েছে। তবে চাচা মিলন এখনো বাংলাদেশে তার আত্মীয় স্বজনদের সাথে কোনো যোগাযোগ করে নাই।


কামরুলের পরিবারের দাবি সরকার যেনো কামরুলের মরদেহটি বাংলাদেশে আনতে পারেন সেই ব্যবস্থা করে দেন।





আরও...