অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলা ক্রিয়েটিভ স্কুল শিশুদের শিক্ষা সফর


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৯:৪৭

remove_red_eye

৩৭৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় ক্রিয়েটিভ স্কুলের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে তিন শতাধিক শিক্ষার্থীর  শিক্ষা সফর। শুক্রবার টেক্সটাইল কলেজ ক্যাম্পাসে এই শিক্ষা-সফরের আয়োজনে  শিশুদের অংগ্র গ্রহণ ছিল উৎসবমুখর। এদিকে গেল সপ্তাহে ঢাকা থেকে ভার্চুয়ালি ও টেক্সটাইল কলেজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা টেক্সটাইল বিষয়ক লেখাপাড়া ও উচ্চ ডিগ্রি অর্জনের সুযোগ পাচ্ছে। শিক্ষা সফরে আসা শিশু শিক্ষার্থীদের দেখানো হয় ওই প্রতিষ্ঠানের  ব্যবহারিক নানা বিষয় । এ ছাড়া শিশুদের জন্য ছিল খেলাধুলার আয়োজন।    ৭ গ্রæপে ১০ ইভেন্টে শিশুরা অংশ নেয়। বিকালে শিশুদের মধ্যে পুরস্কার বিতরণকালে শিশু ও অভিভাবকদের শুভেচ্ছা জানিয়ে স্কুল কমিটির সভাপতি রেডক্রিসেন্ট সোসাইটির সম্পাদক আজিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি সাবেক পৌর কাউন্সিলর  ও কেন্দ্রীয় পল্লী বিদ্যুৎ ঠিকাদার সমিতির সভাপতি ইব্রাহিম খোকন, বিশেষ অতিথি প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, বিশেষ অতিথি  ভোলা বারের সাবেক সহসভাপতি এডভোকেট শংকর গাঙ্গুলী , স্কুল প্রধান শিক্ষক মোঃ হাবিবুল্লাহ, শিক্ষক এমরান হোসাইন । এ সময় যেমন খুশি অনুষ্ঠানে অংশ নেয়া সকল শিশুকে  প্রধান অতিথি ইব্রাহিম খোকন বিশেষ পুরস্কার হিসেবে অনুদান প্রদান করেন। শিক্ষা সফরে শিশুদের   সহযোগিতা করেন , শিক্ষকদের মধ্যে মোঃ মহিউদ্দিন, শিরিণ আক্তার , খাদিজা বেগম ইনতু ,  তিথি রায় , ফারিয়া তামাছুম, খালেদা বেগম, মোসাম্মৎ খাদিজা , হাফেজ মোঃ ইয়াছিন আরাফাত।  





আরও...