অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় ১০ দফা দাবীতে বিএনপির পদযাত্রা বিক্ষোভ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৯:১৬

remove_red_eye

২১৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক: কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোলায় শান্তিপূর্ন ভাবে বিএনপি পদযাত্রাসহ বিক্ষোভ মিছিল করেছে।  শনিবার সকালে  কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ১০ দফা দাবীতে ভোলা শহরে বিএনপির নেতাকর্মীরা পদযাত্রা বের করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। বেলা ১২ টার দিকে মহাজনপট্রি এলাকা থেকে বিএনপির একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বরিশাল দালান এলাকায় গেলে পুলিশের বাধার মুখে পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে সরকার বিরোধী ¯েøাগান দেয়। পরে বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে ফিরে যায়। এর আগে বেলা ১১টার দিকে জেলা বিএনপি কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিউর রহমান কিরন,  সদস্য সচিব মো. রাইসুল আলম, সদর উপজেলা বিএনপির আহবায়ক আসিফ আলতাফ, কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি শহিদুল্যাহ তালুকদারসহ অন্যান্যরা। এসময় বক্তারা,  চাল, ডাল, তেল, আটা, লবণ, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্য কমাতে হবে। অবৈধ সংসদ বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত¡াবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের মুক্তি, তারেক রহমানসহ নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।





আরও...