অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলার বাংলা বাজারে দিনব্যাপি প্রনিসম্পদ প্রদর্শনী


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৮:৪৬

remove_red_eye

২৮৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলার বাংলাবাজারে দিনব্যাপী প্রানিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার জয়নগর ফাযিল মাদ্রাসা মাঠে উজেলা প্রানি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতলের আয়োজনে প্রদর্শনীর উদ্ধোধন ও সনদ বিতরন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এ এস এম শাহাবুদ্দিন, উপজেলা ভেটেরিনারি সার্জন মোঃ শাহিন মাহমুদ বক্তব্য রাখেন জেলা আানসার ভিডিপি কর্মকর্তা মোকাম্মেল হক । খামারীদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ নকীব ও মোঃ বিল্লাল হোসেন।
প্রদর্শনীতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ সহযেগিতায় গ্রামীন জন উন্নয়ন সংস্থার বাস্তবায়িত আরএমটিপি প্রকল্প ও বিভিন্ন খামারিদের প্রায় ৩০টি প্রানি স্টল স্থান পায়। পরে বিভিন্ন ক্যাটাগরিতে দুগ্ধজাত পন্য উৎপাদনে গ্রামীন জন উন্নয়ন সংস্থার আরএমটিপি প্রকল্পের দুগ্ধজাত পন্য উৎপাদনে অবদান রাখায় প্রথম স্থান অধিকার করায় সনদ প্রদান করা হয়। এ ছাড়াও বিভিন্ন খামারীদের মধ্যে সনদ প্রদান করা হয়। গ্রামীন জন উন্নয়ন সংস্থার পক্ষে পুরস্কার গ্রহন করেন প্রকৌশলী এসএম মাহফুজ হাসান ও মোঃ সাইফুল ইসলাম। স্টলের দায়িত্ব পালন করেন আরএমটিপি প্রকল্পের ভিসিএফ কৃষিবিদ রুহুল আমিন রুয়েল।





আরও...