অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৮:৪২

remove_red_eye

২৮৮


তজুমদ্দিন প্রতিনিধি: উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের বাস্তবায়নে ও প্রাণিসম্পদ এবং ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপÍর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগীতায় ভোলার তজুমদ্দিনে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ফেব্রæয়ারী) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহি কর্মকর্তা মরিয়ম বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন, তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন দুলাল। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা ভাইসচেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্যাহ কিরন, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম কিবরিয়া, খামারী মো: শাহে আলম শরীফ প্রমুখ। পরে ভেটেরিনারী হাসপাতাল সংলগ্ন মেলার উদ্বোধন করা হয়। প্রদর্শনী মেলার উদ্দেশ্য হচ্ছে প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত  পণ্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারী ও উদ্যোক্তাদের প্রতিকূল পরিবেশ মোকাবেলায় সক্ষমতা সৃষ্টি, জনসাধারণকে উন্নত জাতের পশু ও হাস-মুরগি প্রদর্শন করা, বিজ্ঞান ভিত্তিক লালন-পালন কৌশল অবহিত করা, উন্নত জাতের পশু-পাখিল পালনের আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শে প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে ৫০টি ষ্টলের মাধ্যমে খামারীরা তাদের উন্নতজাতের গবাদি পশু-পাখি ও হাস-মুরগি প্রদর্শন করেন। অতিথিরা ষ্টলগুলো পরিদর্শন করেন।  পরে প্রদর্শনীতে অংশ নেয়া খামারীদের মধ্যে বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়।