অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলার মেঘনায় অবৈধ জালে মৎস্য শিকারের দায়ে ৮২ জেলেকে জরিমানা


হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ২৩শে ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৮:৩৩

remove_red_eye

২১৭

হাসনাইন আহমেদ মুন্না : জেলার বোরহানউদ্দিন ও তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে আজ অবৈধ জাল দিয়ে মৎস্য শিকারের দায়ে ৮২ জেলেকে এক লাখ ৬৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। স্থানীয় মৎস্য বিভাগের উদ্যেগে বৃহস্পতিবার দিনব্যাপী মেঘনার বিভিন্ন পয়েন্টে অবৈধ জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন’র আওতায় এই অভিযান চালানো হয়।
জেলা প্রশাসনের নির্বাহী মেজিস্ট্রেট মো: জসিমউদ্দিন প্রত্যেক জেলেদের ২ হাজার টাকা করে এই অর্থদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত জেলেরা ঐ দুই উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্ল্যাহ বাসস’কে জানান, অভিযানে ৮ হাজার মিটার অবৈধ পাই জাল ও ৪টি নৌকা জব্দ করা হয়। এছাড়া বিভিন্ন ধরণের প্রায় ২মন মাছ উদ্ধার করা হয়। জাল পুড়িয়ে বিনষ্ট, নৌকা নিলামে বিক্রি ও মাছ অসহায়দের মাঝে বিতরণ করা হয়। আইন ভঙ্গকারী কাউকে ছাড় দেয়া হচ্ছেনা বলে জানান তিনি।
এসময় বোরহানউদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন, তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অভিযানে কোষ্টগার্ড ও পুলিশের একটি দল সহায়তা করে।







আরও...