অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলার চরাঞ্চলে প্রানি সম্পদের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্ধোধন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩শে ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৮:২৮

remove_red_eye

২৬৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলার চরাঞ্চলে প্রানিসম্পদের বিভিন্ন উন্নয়ন মুলক কাজের উদ্ধোধন করা হয়েছে। এ সব প্রকল্পের উদ্ধোধন করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদের।
মঙ্গলবার পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সাসটেইনেবল এন্টার প্রাইজ (এসইপি) প্রকল্পের আওতায় সদর উপজেলার ভেলুমিয়া  ইউনিয়নের চর চন্দ্র প্রসাদ মহিষের আধুনিক কিল্লা, ভেলুমিয়ার চরগাজিতে মহিষের উন্নয়ন ও প্রজনন খামার, ব্যাংকের হাট এলাকায় জিজেইউএস প্রানী স্বাস্থ সেবা কেন্দ্রের উদ্ধোধন ও চরনোয়াবাদ পুলিশ লাইনস মোড়ে (জিজেইউএস) বাজার পরিদর্শন করেন। গ্রামীন জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) প্রকল্প গুলো বাস্তবায়ন করে আসছে।

ব্যাংকের হাট প্রানি সেবা কেন্দ্রের উদ্ধোধনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রানি সম্পদ কর্মকর্তা ইন্দ্রজিত কুমার মন্ডল ও ভেদুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন জিজেইউএস এর পরিচালক (কর্মসুচি) হুমায়ুন কবীর। আরো উপস্থিত ছিলেন উপজেলা ভেটিরিনারি সার্জন শাহিন মাহমুদ, পরিচালক (মাইক্রেফিন্যান্স) মোঃ জাকির হোসেন, উপ-পরিচালক ডাঃ খলিলুর রহমান। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন অতিরিক্ত পরিচালক (হিসাব ও অর্থ) মোঃ মোস্তফা কামাল প্রমূখ।
প্রকল্পগুলো বাস্তবায়নের ফলে চরাঞ্চলে প্রানি সেবায় এক নতুন দিগন্তের সুচনা হবে বলে বক্তারা আশা করেন।

 





আরও...