অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভাষা শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৯:১৭

remove_red_eye

৩৫৭

মলয় দে : মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা রেখে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে দোয়া ও  আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ৮ টায় বিদ্যালয়টির অডিটোরিয়ামে তাদের  নিজস্ব আয়োজনে এ সভার আয়োজন করা হয়।
সকাল ৭টায় সকল শিক্ষক ও প্রায় ৫০০ শিক্ষার্থীকে নিয়ে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করে এই বিদ্যালয়টি। প্রভাত ফেরি থেকে এসে সকলে দোয়া ও আলোচনা সভায় অংশগ্রহন করে।
বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ,দিবা এবং প্রভাতি শিফটের দায়িত্ব প্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আহসান কবির ও ফাতেমা তু জোহরা সহ অন্যান্য সকল সিনিয়র সহকারী শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।
সভাপতির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন,১৯৫২ সালের এই দিনটি বাঙালি জাতির জন্য খুবই তাৎপর্যপূর্ণ একটি দিন। বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষা করার লক্ষ্যে আমাদের বীর সন্তানরা তাদের জীবন উৎসর্গ করেছিলেন।ভাষার জন্য এমন আত্মত্যাগ এটি পৃথিবীতে বিরল।মূলত ভাষা আন্দোলন থেকেই আমাদের স্বাধীনতার সংগ্রামের অনুপ্রেরনা পেয়েছিলো পুরো জাতি। তাই ভাষা শহিদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে, তাদের যে দেশপ্রেম ও আত্মত্যাগ তা নিজেদের মনে ধারন করে আমাদের সকলের সোনার বাংলা গড়ে তুলতে হবে।
 আলোচনা সভা শেষে প্রভাতি শিফটের সহকারী শিক্ষক মোঃ ইব্রাহিম  ভাষা শহিদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।এছাড়াও পুরো অনুষ্ঠানটির  সঞ্চালনার দায়িত্ব পালন করেন দিবা শিফটের সিনিয়র শিক্ষক মোঃ হুমায়ুন কবির।





আরও...