অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


কাদামাটিতে নেমে ধান রোপণ করলেন এমপি শাওন


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৯:১৩

remove_red_eye

৩০০

তজুমদ্দিন প্রতিনিধি: হাতে ধানের চারা, কাদামাটি ও কাদাজলের জমিতে নেমে কৃষকদের সাথে ধান রোপণ করছেন এমপি শাওন। সংসদ সদস্যের ধান রোপণ দেখতে জমির কিনারে ভীড় করে আছে উৎসুক জনতা। ঘটনাটি ভোলার তজুমদ্দিনে।
মঙ্গলবার দুপুরে তজুমদ্দিন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে চাঁদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
সমাবেশস্থলে যাওয়ার সময় ওই ওয়ার্ডের কালাশা মারকাজ মসজিদ সংলগ্ন জমিতে কৃষকদের কে বোরো ধান রোপণ করতে দেখে গাড়ি থামিয়ে জমিতে নেমে পরেন তিনি। একজন সংসদ সদস্য কে কাদামাটি, কাদাজল মাড়িয়ে জমিতে নামতে দেখে প্রথমে বিচলিত হয়ে পরেন কৃষকরা। পরে তাদের কাছ থেকে ধানের গোছা নিয়ে একত্রে সারিবদ্ধভাবে ধান রোপণ করতে থাকেন সংসদ সদস্য শাওন।
তা দেখে উচ্ছ্বসিত হয়ে পরেন কৃষকরা। সংসদ সদস্যের ধান রোপণ কে কৃষকদের প্রতি সম্মান বলে অবিহিত করেন উপস্থিত জনতা। ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবেনা” প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়ন করার লক্ষে ও কৃষকদের উদ্বুদ্ধ করণে এ প্রয়াস।
বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে অবদান রাখছেন কৃষকরা। কৃষিতে আগ্রহ বাড়াতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও কৃষি যন্ত্রাংশ দিয়ে সহোযোগিতা করে যাচ্ছে জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।