অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় বারি ক্যাপসিকাম-২ উৎপাদনশীলতার উপর মাঠ দিবস পালিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৭:২১

remove_red_eye

৩৩৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত বারি মিষ্টি মরিচ-২ বা বারি ক্যাপসিকাম-২ এর উৎপাদনশীলতার উপর মাঠ দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সরেজমিন গবেষণা বিভাগের আয়োজনে ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের বিচ্ছিন্ন মাঝের চরে কৃষকদের নিয়ে এ মাঠ দিবস পালিত হয়।
এসময় ভোলার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সরেজমিন গবেষণা বিভাগের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা গাজী নাজমুল হাসান, মৃক্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এর উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আশিক এলাহী, সরেজমিন গবেষণা বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ রাশেদুল হাসান অনিক ও মোঃ মমিনুল ইসলামসহ অর্ধ শতাধিক কৃষকরা উপস্থিত ছিলেন।
এসময় ভোলা সরেজমিন গবেষণা বিভাগের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তারা বলেন, ভোলার বিচ্ছিন্ন মাঝের চরে আমরা কৃষকদের দিয়ে বাণিজ্যকভাবে কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত বারি ক্যাপসিকাম-২ এর আবাদ করিয়ে সফলতা পেয়েছি। এছাড়াও অন্য জাতের ক্যাপসিকামের বীজের দাম এক কেজি আড়াই থেকে ৩ লাখ টাকা হলেও বারি ক্যাপসিকাম-২ এর বীজের দাম মাত্র ৩০ হাজার টাকা। এবং এর সফলও অন্য জাতের ক্যাপসিকামের চেয়ে বেশি।
তিনি আরো জানান, এ ক্যাপসিকাম থেকে আবার আগামী বছর চাষ করার জন্য বীজও রাখতে পারবে কৃষকরা। তাই এ জাতের ক্যাপসিকাম চাষে কৃষকদের পাশে সব সময় তারা রছেন বলে দাবি করেন।