অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


আইসিটি খাতে অনন্য অবদানের জন্য সমাজ সেবাকে শ্রেষ্ঠ দপ্তর করায় ভোলায় বর্নাঢ্য র‌্যালি


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই জানুয়ারী ২০২০ রাত ০২:৩৫

remove_red_eye

৫৯১



বাংলার কণ্ঠ প্রতিবেদক : সোনার বাংলা মুজিব বর্ষে, সমাজ কল্যাণ এগিয়ে চলে এ  স্লোগান নিয়ে আইসিটি খাতে অনন্য অবদানের জন্য ডিজিটাল বাংলাদেশ দিবস এ সমাজসেবা অধিদফতরকে শ্রেষ্ঠ দপ্তর  পুরস্কার প্রদান করায় ভোলায় বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার সকালে ভোলা জেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় থেকে  শহরে এই র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক  প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ভোলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন  জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক ও ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান,শহর সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন।  এ সময় বক্তারা,সমাজ সেবা বিভাগের বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম তুলে ধরেন।