অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে ভোলার যুব লীগের বিক্ষোভ মিছিল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৯:৫৭

remove_red_eye

৩১৪



বাংলার কণ্ঠ প্রতিবেদক : সারা দেশে বিএনপি-জামায়াত পদযাত্রার নামে সাধারণ মানুষ ও পুলিশের ওপর হামলার প্রতিবাদে ভোলায় প্রতিবাদও বিক্ষোভ মিছিল করেছে  যুবলীগের নেতাকর্মীরা।
সোমবার বিকালে ভোলার  কালিবাড়ী মোড় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান  সড়ক প্রদক্ষিণ শেষে  প্রেস ক্লাব চত্বরে গিয়ে  শেষ হয়। পরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভোলা  জেলা আওয়ামী যুব লীগের সাধারন সম্পাদক আতিকুর রহমান এর সভাপত্বিতে এসময় বক্তব্য রাখেন ভোলা জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক এনামুল হক আরজু, ভোলা জেলা যুব লীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দিন,যুগ্ম-সাধারন সম্পাদক শাহাবুদ্দিন লিটন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মামুন,ভোলা সদর উপজেলা যুব লীগের  আহবায়ক মনির ইসলাম মিজি,যুগ্ম- আহবায়ক জাকির হোসেন রিপন,উপ-দপ্তর  সম্পাদক রুবায়েত হোসেন সুশান,পৌর যুব লীগের সাধারন সম্পাদক  নূরনবী শামিম প্রমুখ।
 এছাড়াও উপস্থিত ছিলেন যুব লীগ নেতা আরিফুল ইসলাম, তৈয়বুর রহমান,খালেদুজ্জামান সুজন, হাসিব মাহামুদ মার্সেল, রাকিব সিকদার সহ আরো অনেকে যুব লীগ নেতা কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
এসময় বক্তরা বলেন,সারা দেশে পদযাত্রার নামে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের উপর হামলা চালিয়েছে।তাই বিএনপির এমন নৈরাজ্যে আগামী দিনে কোন ছাড় দিবেনা বলে জানান। তারা শান্তিপূর্ন বাংলাদেশকে অশান্তিপূর্ণ পরিবেশ করার চেষ্টা করছে। আগামী দিনি বিএনপি রাজপথে কোন নৌরাজ্য করার চেষ্টা করে তাহলে রাজপথেই এর জবাব দিবে বাংলাদেশ আওয়ামী যুব লীগ।





আরও...