অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই জানুয়ারী ২০২০ রাত ০২:২৪

remove_red_eye

৬০৯


তজুমদ্দিন প্রতিনিধি : তজুমদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত¡াবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় “জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যে ভোলার তজুমদ্দিনে ২দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৩ টায় উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন পর্যায়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। স্টল পর্যায়ে প্রকল্প প্রদর্শণীতে স্কুল পর্যায়ে প্রথম হয়েছে চাঁদপুর সরকারী উচ্চবিদ্যালয়, দ্বিতীয় ফজিলতুননেছা সরকারী বালিকা উচ্চবিদ্যালয়, তৃতীয় পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়। স্টল পর্যায়ে প্রকল্প প্রদর্শণীতে কলেজ পর্যায়ে প্রথম হয়েছে শম্ভুপুর শাহে আলম মডেল কলেজ, দ্বিতীয় তজুমদ্দিন সরকারী কলেজ ও তৃতীয় হয়েছে তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজ । বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শওকত আলী, একাডেমিক সুপারভাইজার মোঃ রাশেদুল ইসলাম, তজুমদ্দিন সরকারী কলেজের সহকারী অধ্যাপক প্রতাপ চন্দ্র দাস, প্রভাষক নিরুপম চন্দ্র দত্ত, পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মোঃ শরীফ প্রমুখ।