অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪ | ১৫ই বৈশাখ ১৪৩১


হারের বৃত্ত ভেঙ্গে জয় দিয়ে বিশ্বকাপ শেষ করার লক্ষ্য বাংলাদেশ নারী দলের


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০শে ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৬:৪০

remove_red_eye

৮৭

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরে কাল নিজেদের শেষ ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। গ্রুপ-১এ স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। গ্রুপ পর্বে প্রথম তিন ম্যাচ হেরে যাওয়ায় ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে নিগার সুলতানার দলে । তবে  হারের বৃত্ত ভেঙ্গে জয় দিয়ে বিশ^কাপ শেষ করার লক্ষ্য এখন  বাংলাদেশের।
কেপ টাউনে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচটি।
বিশ^কাপের আগের চার আসরে অংশ নিয়ে মোট ১৭টি ম্যাচ খেলে মাত্র ২টিতে জয় ও ১৫টিতে পরাজিত হয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে ভালো কিছু করার স্বপ্ন নিয়ে পঞ্চমবারের মত বিশ^কাপ খেলতে নামে বাংলাদেশ।
কিন্তু গ্রুপ পর্বে প্রথম তিন ম্যাচেই হেরে যায় বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে ৭ উইকেটে হার দিয়ে বিশ^কাপ শুরু করে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১২৬ রান করে তারা। ১২৭ রানের টার্গেট স্পর্শ করতে মাত্র ৩ উইকেট হারায় শ্রীলংকা।
দ্বিতীয় ম্যাচে অধিনায়ক নিগার সুলতানার হাফ-সেঞ্চুরির সত্বেও অন্যান্য ব্যাটারদের ব্যর্থতায় হার বরণ করতে হয় বাংলাদেশকে। শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হারের স্বাদ নেয় নিগারের দল। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১০৭ রানের মামুলি সংগ্রহ পায় বাংলাদেশ। এরমধ্যে নিগার ৫০ বলে ৫৭ রানের লড়াকু ইনিংস খেলেন। জবাবে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। ব্যাটারদের ব্যাটিং তান্ডবে ৩ উইকেটে ১৮৯ রানের বড় সংগ্রহ পায় নিউজিল্যান্ড। জবাবে ৮ উইকেটে ১১৮ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। ৭১ রানে ম্যাচ হেরে এবারের আসরের গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত করে বাংলাদেশ। সেই সাথে বিশ^কাপের মঞ্চে হারের বৃত্তেই বন্দি থাকতে হয়  বাংলাদেশকে। এখন পর্যন্ত টানা ১৫ ম্যাচে হার তাদের।
হারের বৃত্ত ভেঙ্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় তুলে নিয়ে বিশ^কাপ শেষ করার লক্ষ্য বাংলাদেশের। তবে কাজটি বেশ কঠিন হবে বাংলাদেশের জন্য। কারন বাংলাদেশের বিপক্ষে জিতলেই সেমিফাইনালের টিকিট পাবে দক্ষিণ আফ্রিকা। এজন্য জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না প্রোটিয়ারা।
এখন পর্যন্ত ১০টি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। এরমধ্যে বাংলাদেশের জয় ১টিতে ও প্রোটিয়াদের জয় ৯টিতে। ২০১২ সালে প্রথম দেখাতেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিলো বাংলাদেশ। মিরপুরের ভেন্যুতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে প্রোটিয়াদের ৭ উইকেটে হারিয়েছিলো বাংলাদেশ। এরপর আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পায়নি বাংলাদেশ।  
বাংলাদেশ দল : নিগার সুলতানা (অধিনায়ক), মারুফা আকতার, দিলারা আকতার, ফাহিমা খাতুন, সালমা খাতুন, জাহানারা আলম, শামীমা সুলতানা, রুমানা আহমেদ, লতা মন্ডল, স্বর্ণা আকতার, নাহিদা আকতার, মুর্শিদা খাতুন, রিতু মনি, দিশা বিশ্বাস ও সোবহানা মোস্তারি।

সুত্র বাসস





ভোলায় নকল জুুুুস তৈরির কারখানায় অভিযান, মালিকের কারাদণ্ড

ভোলায় নকল জুুুুস তৈরির কারখানায় অভিযান, মালিকের কারাদণ্ড

ভোলায় তীব্র তাপপ্রবাহ থেকে প্রশান্তি দিতে পথচারীদের  মাঝে বিনামূল্যে খাবার পানি  স্যালাইন বিতরণ

ভোলায় তীব্র তাপপ্রবাহ থেকে প্রশান্তি দিতে পথচারীদের মাঝে বিনামূল্যে খাবার পানি স্যালাইন বিতরণ

ভোলায় সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেনের মতবিনিময় সভা

ভোলায় সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেনের মতবিনিময় সভা

মনপুরায় বৃষ্টির জন্য দোয়া ও ইসতিসকার নামাজ আদায়

মনপুরায় বৃষ্টির জন্য দোয়া ও ইসতিসকার নামাজ আদায়

ভোলায় গাছে গাছে বিদ্যুৎ এর তার যে কোন সময় দুর্ঘটনার আশঙ্কা

ভোলায় গাছে গাছে বিদ্যুৎ এর তার যে কোন সময় দুর্ঘটনার আশঙ্কা

লালমোহনে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

লালমোহনে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

লালমোহনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেন হাওলাদারের পথসভা

লালমোহনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেন হাওলাদারের পথসভা

তজুমদ্দিনে প্রবাসী পরিবারের কাছে টাকার দাবীতে হামলা। ছুরিকাঘাতে ৪জন আহত

তজুমদ্দিনে প্রবাসী পরিবারের কাছে টাকার দাবীতে হামলা। ছুরিকাঘাতে ৪জন আহত

সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : শেখ হাসিনা

সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : শেখ হাসিনা

কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি

কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি

আরও...