অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভোলায় তিন দিনব্যাপী শিশুদের সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু


হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ১৯শে ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৯:১০

remove_red_eye

২২৯

হাসনাইন আহমেদ মুন্না : ভোলায় ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের শুরু হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির আয়োজনে চিত্রাংকন, রচনা, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতার শুরু হয়।
জেলা শিশু একাডেমির হলরুমে প্রথম দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: আখতার হোসেন, বিশিষ্ট কণ্ঠ শিল্পী মঞ্জুর আহমেদ, ভোলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক অমিতাভ অপু, লেডিসক্লাব সাধারণ সম্পাদক খাদিজা আক্তার স্বপ্না, নাট্যকর্মী অতনু করঞ্জাই, ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা শারমিন জাহান।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জানান, আজ রোববার শিশুদের নিয়ে আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল থাকছে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা এবং শেষের দিন ২১ ফেব্রুয়ারি আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ’র মাধ্যমে অনুষ্ঠানমালার সমাপনী হবে। প্রথম দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিনশতাধীক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।





আরও...