অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


কিশোরীদের আত্মরক্ষায় কারাতে প্রশিক্ষণ শুরু


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৯:০০

remove_red_eye

২২৮

দৌলতখান  সংবাদদাতা: ভোলার দৌলতখানে কিশোরীদের  আত্মরক্ষামূলক দক্ষতা  উন্নয়নে কারাতে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।  রোববার (১৯ ফেব্রুয়ারী)  দৌলতখান উপজেলা  পরিষদের সভাকক্ষে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৌলতখান  উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মোঃ সাইদুজ্জামান। অন্যদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিদ্দিক মিয়া,  সুশীলন'র টিম ম্যানেজার জিয়াউল হক, উপজেলা  সমন্বয়কারী রুমা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন । প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ 'র আর্থিক সহায়তায় বেসরকারি সংস্থা সুশীলন'র উদ্যাগে ৩০ দিন ব্যাপী এই কারাতে প্রশিক্ষণ শুরু হয়। এতে উপজেলার বিভিন্ন  শিক্ষাপ্রতিষ্ঠানের ২০  জন শিক্ষার্থী  অংশগ্রহণ করেন।