অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে আগুনে ৪টি ঘর ভস্মিভূত


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৮:৫৯

remove_red_eye

২৮৪

দৌলতখান সংবাদদাতা : ভোলার দৌলতখানের পৌর এলাকায় চারটি বসতঘর আগুন লেগে ভস্মীভূত হয়েছে। শনিবার ১৮ফেব্রুয়ারি দিবাগত রাতে দৌলতখান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়িতে  আগুন লাগার এঘটনা ঘটে। খবর পেয়ে দৌলতখান ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয়দের সহায়তায় আগুন নিভানোর চেষ্টা চালানো হয়।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, শনিবার দিবাগত রাত ৮টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান ছড়িয়ে মূহুর্তেই  চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন, মফিজল ইসলাম, ফিরোজ, নাজিম, মিলন। অগ্নিকাÐে তাদের ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।দৌলতখান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান হাওলাদার বলেন, অগ্নিকাÐের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ আনে।