অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় দুই ফার্মেসীকে জরিমানা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই জানুয়ারী ২০২০ রাত ০২:৪৩

remove_red_eye

৭৮৯


দৌলতখান প্রতিনিধি  : ভোলার দৌলতখানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই ফার্মেসীকে জরিমানা করা হয়েছে।  বুধবার (৮জানুয়ারি) দুপুর ১ টায় পৃথকভাবে অভিযান চালিয়ে ওই দুই ফর্মেসীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পৌর শহরের উত্তর মাথায় রহমান এজেন্সীকে বিক্রির জন্য নয় ওষধ রাখার দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ধারায় ৫ হাজার টাকা ও মেয়াদোর্ত্তীণ ঔষধ রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ধারায় অফিফ মেডিকেল হলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোলা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান। এসময় দৌলতখান থানার উপ-পরিদর্শক(এসআই) কল্লোল সহ সংগীয় ফোর্স উপস্থিত ছিলেন। এদিকে অভিযানের খবর পৌর শহরে ছড়িয়ে পড়লে শহরের অধিকাংশা দোকান তালাবদ্ধ করে ব্যবসায়ীরা সটকে পড়ে।