অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে আমন ধান ক্রয়ের উদ্বোধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই জানুয়ারী ২০২০ রাত ০২:১৮

remove_red_eye

৮৩৪



 
 দৌলতখান প্রতিনিধি : উৎসব মুখর পরিবেশে ভোলার দৌলতখানে সরকারি নির্ধারিত মূল্যে কৃষকের কাছ থেকে সরাসরি আমন ধান ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার (৮ জানুয়ারি) দুপুর ১২ টায় খাদ্যগুদাম দরজায় ফিতা কেটে এর উদ্বোধন করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার রেনু। এসময় দৌলতখান উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান টিপু, উপজেলা কৃষি অফিসার সাবিনা ইয়াসমিন,খাদ্য গুদাম কর্মকর্তা শান্তি রঞ্জন দাস উপস্থিত ছিলেন। দৌলতখান উপজেলার ৯ টি ইউনিয়ন ও পৌরসভায় চলতি মৌসুমে ২০৬২ মে: টন আমন ধান ক্রয়ের জন্য বরাদ্দ আসে। ১০৪০ টাকা মন দরে প্রতি কেজি আমন ধানের মূল্য ২৬ টাকা নির্ধারণ করা হয়েছে। উপজেলায় ১৩৭০ জন কার্ডধারী কৃষক রয়েছে। প্রতিজন কৃষক ১ টন ৫শ কেজি  আমন ধান বিক্রি করতে পারবেন খাদ্য গুদামে। যা ২৮ ফেব্রæয়ারী ২০২০ সাল পর্যন্ত ক্রয় করার কথা জানিয়েছেন দৌলতখান উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা শান্তি রঞ্জন দাস।