অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


বোরহানউদ্দিনে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই জানুয়ারী ২০২০ রাত ০২:০৩

remove_red_eye

৫৬২



বোরহানগঞ্জ প্রতিনিধি : ভোলা বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২০ বোরহানউদ্দিনে অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন ক্যাটারিগিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।
বিকাল ৫টায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসাবে পুরস্কার ও সনদ তুলে দেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) মো: বশির গাজী।
এসময় নির্বাহি অফিসার বশির গাজী শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধূলায় মনোনিবেশ করতে হবে। আজকের শিশুই আগামী দিনের ভবিষৎ। তাই তোমাদেরকে পাঠ্য বই’র পাশাপাশি বিভিন্ন বিষয় জানা থাকতে হবে। শুধু পাঠ্য বই পড়ে জ্ঞান অর্জন করা সম্ভব নয়। তিনি আরো বলেন, যারা প্রতিযোগিতায় উপজেলায় ১ম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে। তারা জেলা পর্যায়ে অংশ গ্রহণ করতে পারবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার বিশ্বাস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমূখ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।