অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


লালমোহনে লবন ৮০ টাকা কেজি গুজবে কান না দিতে মাইকিং


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে নভেম্বর ২০১৯ রাত ০৮:৩৬

remove_red_eye

৮৬৮

লালমোহন প্রতিনিধি || ভোলার লালমোহনে লবণের কেজি ৮০ টাকা দরে বিক্রি হয়েছে। এক শ্রেণীর গুজব সৃষ্টিকারী গুজব রটিয়ে বাজারে দাম বৃদ্ধি করেছে। ক্রেতারা দোকানে লবণ কেনার জন্য ভীড় করছেণ। পৌর এলাকা থেকে শুরু করে গ্রাম-গঞ্জে সর্বত্র লবণের এ হিড়িক শুরু হওয়ায় মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজারে মাইকিং করা হয়েছে। এছাড়া মাগরিববাদ মসজিদে মুসল্লিদের গুজবে কান না দিতে অনুরোধ করা হয়।
মঙ্গলবার দুপুর থেকে হঠাৎ করে লালমোহনে লবনের দাম বেড়ে ৭০-৮০ টাকা দরে কেজি বিক্রয় শুরু হয়। গুজব শুনে গ্রাম-গঞ্জের সাধারণ মানুষের মধ্যে লবন কেনার হিড়িক পড়ে যায়। অনেক খুচরা দোকানদার লবন গুদাম থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যায়। খবর পেয়ে লালমোহন উপজেলা ভারপ্রাপ্ত ইউএনও সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুর রহমান খন্দকারের নেতৃত্বে ওসি মীর খায়রুল কবীর পুলিশ নিয়ে পৌর শহরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায়। এসময় প্রতিটি মুদি দোকানে লবন কিনতে আসা মানুষের ভিড় লক্ষ করা যায়। লবনের দাম বাড়ছে এ গুজব এক একজনে ১০-২০ কেজি করে লবন কিনে নিচ্ছে। গুদাম থেকে ভ্যানগাড়ি বোঝাই করে লবন নেয়ার সময় পুলিশ ওইসব লবন জব্দ করে।
এব্যাপারে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুর রহমান খন্দকার জানান, সরকারি ভাবে ব্যাপক লবন মজুদ রয়েছে। লবন নিয়ে একটি চক্র গুজব ছড়াচ্ছে। এসব গুজবে কান না দিতে সকলের প্রতি অনুরোধ জানান তিনি