অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলার ইলিশায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৭:৪৬

remove_red_eye

২০৭


বাংলার কন্ঠ প্রতিবেদক: ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনা মুল্যে ট্রাই সাইকেল ও হুইল চেয়ার বিতরন করা হয়েছে। পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর প্রসপারিটি প্রকল্পের আওতায় গতকাল গ্রামীন জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) সহায়ধক উপকরন গুলো বিতরন করে।  বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান আনেয়ার হোসেন ছোটন। গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন গ্রামীন জন উন্নয়ন সংস্থার উপ-পরিচালক অরুন কুমার সিনহা, উপ-পরিচালক পরিচালক মোঃ আবু বকর, প্রশিক্ষন কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ মাসুম প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন টেকনিক্যাল অফিসার পুস্টিবিদ বাবুল আখতার। পরে ৬ জন প্রতিবন্ধি ব্যাক্তিকে সহায়ক উপকরন হিসাবে ১টি ট্রাই সাইকেল, ৫টি হুইল চেয়ার ও ১টি হেয়ারিং এইড প্রদান করা হয়।





আরও...