অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে জলাতঙ্ক নির্মূলে অবহিতকরণ সভা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই জানুয়ারী ২০২০ রাত ০৩:০৬

remove_red_eye

৭০৩



তজুমদ্দিন প্রতিনিধি : জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, রোগ নিয়ন্ত্রণ শাখা, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালনায় ২০২২ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে ব্যাপক হারে কুকুরের টিকাদান কার্যক্রম-২০২০ এর অবহিতকরণ সভা ভোলার তজুমদ্দিনে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৭ জানুয়ারী সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে তজুমদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় বক্তৃতা করেন, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ হাসান শরীফ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা পলাশ সরকার, সোনাপুর ইউপি’র প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু, প্রেসক্লাব সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন লিটন, সাংবাদিক মনিরুজ্জামান নয়ন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, স্বাস্থ্য অধিদপ্তর মহাখালীর এমডিভি’র সুপারভাইজার মোঃ আবু হানিফ।