অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


লালমোহনে ৪১ হাজার শিশু পাচ্ছে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই জানুয়ারী ২০২০ রাত ০২:৪২

remove_red_eye

৪৫৭



লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে ১১ জানুয়ারী শনিবার ৪১ হাজার শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৪ হাজার ৫৯৪ জন শিশু ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩৬ হাজার ৮১ শিশু এবং বিচ্ছিন্ন চরকচুয়াখালীর ২২৫ জন শিশুকে একযোগে এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য ২১৭টি কেন্দ্র ও ৪৩৪ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে। মঙ্গলবার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ উপলক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আবাসিক মেডিকেল অফিসার ডা. মো: মহসিন খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি। আলোচনা করেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো: আহসান উল্যাহ, স্বাস্থ্য অধিদপ্তরের এমডিভি সুপারভাইজার মো: শরীফুল ইসলাম, ওসি মীর খায়রুল কবীর, উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রমূখ।