অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় কিস্তির টাকা দিতে গিয়ে মোটরসাইকেলের চাপায় নারীর মৃত্যু


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই ফেব্রুয়ারি ২০২৩ রাত ১০:০৬

remove_red_eye

২০৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় এনজিওর সাপ্তাহিক কিস্তির টাকা দিতে গিয়ে রাস্তায় মোটরসাইকেলের চাপায় জয়তুল বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ভোলার চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কুলসুমবাগ গ্রামের ঢ়াড়ী বাড়ির মোঃ সুজন আলী স্ত্রী।  আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রæয়ারি) বিকেল ৪ টার দিকে ভোলা সদর হাসপাতালে তিনি চিকিৎসাধিন অবস্থায় মারা যান।
আমিনাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জামাল হোসেন জানান, আজ দুপুরের দিকে জয়তুল বেগম তাদের বাড়ি থেকে বের হয়ে পাশের বাড়িতে সমিতির সাপ্তাহিক কিস্তির টাকা দিতে রওনা করেন। পরে রাস্তা পারাপার হওয়ায় সময় একটি দ্রæতগামী মোটরসাইকেল তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ওই নারী গুরুতর আহত হলে স্থানীয়দের সহযোগীতায় তাকে উদ্ধার করে প্রথমে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানকার চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন।
ভোলা সদর হাসপাতালে চিকিৎসক ডা: নিশি পাল জানান, ওই নারী মাথায় প্রচন্ড আঘাত প্রাপ্ত ছিলো। জরুরী বিভাগেই তিনি মারা গেছেন।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুরাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, ওই মোটরসাইকেল চালককে আটকের চেষ্টা চলছে।





আরও...