অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৯:৪৭

remove_red_eye

২৫৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় সানজিদা আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রীর উদ্ধার করা হয়েছে। নিহত সানজিদা আক্তার ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের এওয়াজপুর গ্রামের মোঃ রুহুল আমিনের মেয়ে ও স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। সোমবার সকাল ১১ টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মত সানজিদা ও তার পরিবারের সাথে গতকাল রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পরে। আজ সকালে সানজিদার রুমের দরজা ও জানালা বন্ধ থাকায় তার মা ডাকাডাকি করলে তার কোন সারাশব্দ পেয়ে সন্দেহ হয়। পরে রুমের দরজার লক ভেঙে প্রবেশ করে দেখে আড়ার সাথে গলায় ওরনা পেচেয়ে ঝুলে আছে। এরপর ডাকচিৎকার করলে স্থানীয় ছুটে আসলে তার পরিবারের সদস্যরা লাশ নামান। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।
শশীভূষণ থানার এসআই বিপাংকর কর্মকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসি। তবে প্রার্থমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।