অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় জেলা প্রশাসনের অগ্রাধিকার ভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন সভা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে নভেম্বর ২০১৯ রাত ০৮:৩৯

remove_red_eye

৮০৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক || ভোলায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অংশ হিসাবে ভোলা জেলা প্রশাসনের তিন বছর মেয়াদী অগ্রাধিকার ভিত্তিক কর্মপরিকল্পনার সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে ভোলা জেলা প্রশাসক মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সরকার এর উপ-পরিচালক মাহামুদুর রহমান এর সভাপত্বিতে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক।
জেলা প্রশাসনের আয়োজনে সভায় আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষাও আইসিটি)মো:আতাহার মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন আহমেদ,উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন,পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মাহামুদুর রহমান,বিভাগীয় কর্মকর্তা মো: তৌফিকুল ইসলাম,ইউনিসেফ এর প্ল্যানিং এন্ড মনিটরিং অফিসার আল-মমিন,প্রাগ্রাম অফিসার মো: আব্দুল জলিল,জেলা তথ্য অফিসার আহসান কবীর,সহকারী কমিশনার রেদয়ানুল ইসলাম। সভার সঞ্চলনা করেন,এলজিসি প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর আব্দুস সালাম। সভায় বিভিন্ন বিভাগের সরকারি বিভাগের কর্মকর্তা,সাংবাদিক এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক বলেন,আমরা ৩ বছরে সরকারের ১০১ টি লক্ষ্য ও ১৪৫ সূচক বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাবো। এর জন্য সকল বিভাগের আন্তরিকতা দরকার। সবার সহযোগীতা পেলে আমরা দ্রæত সরকারে লক্ষ্য পূরন করতে পারবো।
এই জেলাকে আমরা ২০২১ সালে মধ্যে বাল্য বিয়ে মুক্ত জেলা হিসাবে ঘোষনা করতে চাই। এর জন্য কিশোর-কিশোরী ক্লাব গুলোকে সক্রিয় করতে হবে। সরকারে যে সকল সূচক রয়েছে সেগুলো বাস্তবায়ন করতে শিক্ষার প্রসার গঠাতে হবে।
এসময় তিনি আরো বলেন,স্বাস্থ্য সুরক্ষার জন্য ভোলা ভোলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াশ বøক সুরক্ষা রাখতে হবে। যাতে করে শিক্ষার্থীরা সাচ্ছন্দে বাথরুমে যেতে পারে তার জন্য নিয়মিত স্কুল গুলো শিক্ষা ব্যবস্থ্য দেখার পাশাপাশি ওয়াশ জোনের সুরক্ষা নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে নির্দেশ দেন। এছাড়ার বর্তমানে সাবইবার ক্রাইম বেড়ে চলছে। ভুয়া একাউন্ট দিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে। গুজব প্রতিরোধে সাইবার ক্রাইম রোধ করতে হবে আহবান জানান।