বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১২ই ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৯:৫২
৭৪১
বাংলার কন্ঠ প্রতিবেদক : বাংলাদেশ ইতিহাস সম্মিলনী'র বরিশাল বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় পর্যটন কর্পোরেশনের হলরুমে এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর প্রতিষ্ঠাতা এবং চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু অধ্যাপক মুনতাসীর মামুন। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর বরিশাল বিভাগীয় সভাপতি খোন্দকার অলিউল ইসলাম। এতে নতুন কর্মপরিকল্পনা গ্রহন করা হয় ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, ইতিহাস পড়লেই হবেনা, ইতিহাসকে ধারণ করতে হবে। নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস-চেতনাবোধ ছড়িয়ে দিতে হবে। ইতিহাস বিষয় সম্পর্কে তিনি বলেন, সবাই বলে ইতিহাস পড়লে চাকরি পাওয়া যায়না। এটা একদম ভুল কথা। ইতিহাস পড়ে অনেক গুণী মানুষ যেমন তৈরি হচ্ছে, তেমনি ইতিহাস পড়ে অনেকেই প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে চাকরি করছে। পড়াশোনা ছাড়া শিক্ষক হওয়া যায় না, চাকরি করা যায়। বাসায় শুধু চেকবই নয়, পড়ার বইও রাখতে হবে। তিনি বলেন, আমি ইতিহাসকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চেষ্টা করেছি। একাডেমিক পড়াশোনার বিষয় ইতিহাস না হলেও ইতিহাস চর্চা করতে হবে। নিজ দেশের ইতিহাস জানতে হবে, মুক্তিযুদ্ধকে জানতে হবে। আমরা খুলনার গণহত্যা জাদুঘরের মাধ্যমে ১৫০ জন নতুন লেখক তৈরি করেছি। এটা ইতিহাস চর্চারই অগ্রগতি বলে আমি মনে করি।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর কেন্দ্রীয় কমিটির সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান বলেন, ইতিহাস পাঠ শুধু বিশ্ববিদ্যালয়ে করলেই হবেনা, স্কুল পর্যায়েও ইতিহাস পাঠের উদ্যোগ নিতে হবে। তৃণমূল পর্যায় পর্যন্ত ইতিহাস চর্চাকে ছড়িয়ে দিতে হবে। আমি মনে করি, বাংলাদেশের সকল মানুষ যদি ইতিহাস পাঠ করে, ইতিহাস চর্চা করে তাহলে সকল মানুষের মধ্যে দেশপ্রেম তৈরি হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মো. মনিরুজ্জামান শাহীন বলেন, ২০০৪ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতক পর্যায়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বাধ্যতামূলক করেছে। এখন নবম-দশম শ্রেণিতে ইতিহাস পড়া বাধ্যতামূলক করার চিন্তা চলছে। দেশকে সমৃদ্ধ করতে হলে সে জাতির ইতিহাস, সভ্যতার ক্রমবিকাশ জানা জরুরী। আমি এক কথায় বলতে পারি, তৃণমূল মানুষের কথাই আমাদের ইতিহাসের উপজীব্য বিষয়। আমরা তৃণমূলের মানুষের ভাবনা, তাঁদের চিন্তাধারাকেও ইতিহাসের অংশ বলে মনে করি।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর ভোলা জেলা শাখার সভাপতি জাহান জেব আলম, পটুয়াখালী জেলা শাখার সভাপতি মো. নাজমুল আলম, ঝালকাঠি জেলা শাখার সভাপতি আবদুর রাজ্জাকসহ বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর প্রমুখ ব্যক্তিবর্গ। এ সময় বক্তারা বলেন, একটি দেশের ইতিহাস-ঐতিহ্য সবার জানা দরকার। সবচেয়ে বেশি জানা দরকার মুক্তিযুদ্ধকে। আগামী প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের অর্জন, চেতনাবোধ ছড়িয়ে দিতে হবে। একটি গর্বিত এবং দেশপ্রেমিক জাতি গঠন করতে হলে এর কোনো বিকল্প নেই।
অসাম্প্রদায়িক ও গণমুখী ইতিহাস চর্চার জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর বরিশাল বিভাগীয় এ সম্মেলনে বরিশাল বিভাগের বিভিন্ন কলেজের ইতিহাস, ইসলামের ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা, হিসাব বিজ্ঞান, ইংরেজি বিভাগের শিক্ষকগণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনষ্টিটিউটের পরিচালক ড. মো. মনিরুজ্জামান শাহীন ১৯৭১ গণহত্যা ; প্রেক্ষিত বরিশাল এবং কতিপয় বৈশিষ্ট্য মূল্যায়ন, কলাপাড়া মহিলা কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক নেছারউদ্দিন আহমেদ টিপু কুয়াকাটা পর্যটন কেন্দ্র, বিনিয়োগ এবং অর্থনৈতিক সম্ভাবনা, আখতার হোসেন চৌধুরী মেমোরিয়াল ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ফৌজিয়া খানম অশ্রু মুক্তিযুদ্ধে ৯ নং সেক্টর; প্রসঙ্গ বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট ফজলুল হক, নাজিরপুর ইউনাইটেড কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক লুলু আল মারজান বরিশালের অসহযোগ আন্দোলনে সাংস্কৃতিক সংগঠনের ভূমিকা এবং নাজিরপুর ইউনাইটেড কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক বিএম শহীদুল ইসলাম মাখন বরিশালের কৃষক সমাজ ও শেরে বাংলা এ কে ফজলুল হকের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন। এসব প্রবন্ধের ওপর আলোচকরা তাঁদের মূল্যবান মতামত উপস্থাপন করেন। সবশেষে কুয়াকাটা খানাবাদ কলেজের প্রভাষক শহীদুল ইসলামের পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
ভোলা-বরিশাল সেতু সহ পাঁচ দফা দাবিতে তেঁতুলিয়া নদী পেরিয়ে ছাত্র যুবকের ঢাকার পথে লংমার্চ
মানবিকতার আলোকবর্তিকা : ভোলার প্রিয় জেলা প্রশাসক আজাদ জাহানের বিদায়বেলা
ভোলার মানবিক ডিসি মো. আজাদ জাহান অন্যত্র যোগদান, রেখে গেলেন সেবার উজ্জ্বল দৃষ্টান্ত
মনপুরায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
জুলাই সনদ ও গণভোটের আগে নির্বাচন নয় : মনপুরায় প্রফেসর কামাল উদ্দিন
মনপুরায় ধানক্ষেত থেকে হরিণ শাবক উদ্ধার
বরিশালে রেইজ প্রকল্পের দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন নানা পন্য নিয়ে উদ্যোক্তাদের মেলা
ফেব্রুয়ারিতে উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা
জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা
চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক
ভোলার চরফ্যাশনে করোনা উপর্সগ নিয়ে এক নারীর মৃত্যু