অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে ইমাম সম্মেলন অনুষ্ঠিত


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১২ই ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৯:২৬

remove_red_eye

৩১০

তজুমদ্দিন প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজনে ভোলার তজুমদ্দিন উপজেলায়  ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১০টায় মডেল মসজিদ হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপজেলার বিভিন্ন জামে মসজিদের শতাধিক ইমাম অংশগ্রহণ করেন।
ইসলামিক ফাউন্ডেশনের তজুমুদ্দিন উপজেলা ফিল্ড সুপারভাইজার মোঃ মাইনউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মডেল মসজিদ পরিচালনা পর্ষদের সভাপতি মুক্তিযোদ্ধা নাজিমুদ্দিন পাটওয়ারি, খোশনদী বোর্ড দাখিল মাদ্রাসা সুপার মাওলানা রফিকুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের  ট্রেইনার মাওলানা রিয়াজ উদ্দিন,তজুমদ্দিন প্রেসক্লাব প্রাক্তন সভাপতি রফিক সাদী, ইসলামিক ফাউন্ডেশনের তজুমদ্দিন কর্মকর্তা মাওঃ নুরুন্নবী প্রমূখ। সম্মেলনে বক্তারা ইসলামে নৈতিক শিক্ষা, মাদকের অপব্যবহার, ইভটিজিং, জঙ্গিবাদ সন্ত্রাস, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন।