অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় স্কুল ব্যাগ থেকে গাঁজা ও ইয়াবা উদ্ধার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৯:২২

remove_red_eye

৪১১

মোঃ ইসমাইল: ভোলায় এক কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ।
শনিবার বিকেল ৩ টায় ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের জংশন ফেরিঘাট থেকে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম তাদের কে আটক করেন।
জানা গেছ, আটককৃত মাদক ব্যবসায়ি হলেন, ভোলা সদর উপজেলা পৌর কাঠালী ০৯ নম্বর ওয়ার্ডে মো. শামিম হোসেন(১৯)। অপর জন হলেন পৌর চরজংলা ৮ নম্বর ওয়ার্ডের স্বপন(২১)।
ভোলা ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শামিল ও স্বপ্নকে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের জংশন ফেরিঘাটে একটি স্কুল ব্যাগ থেকে ১ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদক মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধিন রয়েছে।





আরও...