অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


সাংবাদিকদেরও জনসেবায় সম্পৃক্ত হতে হবে-এমপি শাওন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই জানুয়ারী ২০২০ রাত ০৩:৩১

remove_red_eye

৬৭৭


লালমোহন প্রতিনিধি  : ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের পাশে আছেন। সাংবাদিকরাও জনসেবায় নিজেদের সম্পৃক্ত করতে পারলে সমাজ তথা রাষ্ট্র উপকৃত হবে সাংবাদিকদের দ্বারা। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অসংগতি জাতির কাছে তুলে ধরতে হবে। সত্যের পথে থেকে সাংবাদিকদের কাজ করে যেতে হবে। রোববার দুপুরে ভোলার লালমোহন প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন।
লালমোহন প্রেসক্লাব চত্ত¡রে এসব কম্বল বিতরণকালে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, প্রেসক্লাব সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক জসিম জনিসহ প্রিন্ট ও ইলট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।