অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৮:১২

remove_red_eye

২৯৪

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় মোটরসাইকেল ও অটোরিক্সার সংঘর্ষে মোঃ সোহেল হোসেন সোয়েব (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। আজ শনিবার  দুপুরের দিকে ভোলার মাদ্রাসা বাজার সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। নিহত যুবক ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চর সিপলী গ্রামের মোঃ হারুন অর রশিদের ছেলে।  
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরের দিকে নিহত সোয়েব মোটরসাইকেল চালিয়ে ভোলার শহরের দিকে আসছিলেন। এ সময় মাদ্রাসাবাজর সংলগ্ন এলাকায় আসলে একটি দ্রæতগামী অটোরিক্সা নিয়ন্ত্রন হারিয়ে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সোয়েব মারাক্তক আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভোলা মডেল থানার ওসি মোঃ শাহিন ফকির সাংবাদিকদের  জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। এছাড়াও দুর্ঘটনার পরে অটোরিক্সাসহ চালক পালিয়ে যাওয়া তাকে আটক করা যায়নি। তবে তাদের আটককের চেস্টা চলছে।





আরও...