অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


লালমোহন উপজেলা আ’লীগের সহ-দপ্তর সম্পাদক হলেন রাব্বী


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই জানুয়ারী ২০২০ রাত ০১:৫০

remove_red_eye

৭২০



লালমোহন প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগ লালমোহন উপজেলা শাখার সহ-দপ্তর সম্পাদক  হয়েছেন শিশু সংগঠক, শিক্ষানুরাগি, তারুণ্যের প্রতিক ও সমকালের সাংবাদিক আনোয়ার রাব্বী। লালমোহন উপজেলা রমাগঞ্জ ইউনিয়নের কৃতি সন্তান আনোয়ার রাব্বী আগের কমিটি বাংলাদেশ আওয়ামীলীগ লালমোহন উপজেলা শাখার সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন। রোববার বাংলাদেশ আওয়ামীলীগ লালমোহন উপজেলা শাখার কার্যনিবাহী কমিটির সভায় ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগ লালমোহন উপজেলা শাখার সভাপতি নুরুন্নবী চৌধুরী শাওন তার নাম ঘোষণা করেন। আর এই ঘোষণা রমাগঞ্জ ইউনিয়ন বাসীর বড় ধরনের চকমের পাশাপাশি তারুণ্যদীপ্ত মেধাবী নেতৃত্বের প্রতি ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের সদিচ্ছা ও নির্ভরতার একটি বড় উদাহরণ বলে মনে করেন এলাকাবাসী। এদিকে সহ-দপ্তর সম্পাদক আনোয়ার রাব্বী নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন লালমোহন প্রেসক্লাব সভাপতি আব্দুস সাত্তার, সাধারন সম্পাদক জসিম জনি, লালমোহন রিপোর্টাস ইউনিটির সভাপতি মাহামুদুল হাসান লিটন, লালমোহন সাংবাদিক ফোরামের সভাপতি এনামুল হক রিংকু লালমোহন সাংবদিক সমিতির সভাপতি এসবি মিলন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, সমকাল সুহৃদ সমাবেশ লালমোহন, উপজেলা ক্রিড়া সংস্থাসহ বিভন্ন সংগঠনের নেতৃবৃন্দ।